মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালন

রাজশাহী
রওশন আলম,মান্দা (নওগাঁ): নওগাঁ মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতাও জাতীয় দিবস পালন করা হয়েছে।
শক্রবার সকালে উপজেলা চত্বরে পুষ্পস্তক অর্পণ,নিরবতা পালন ও শহীদদের
আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বর মাঠে সারা দেশের
ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এদিকে সকালের এ কর্মসূচীতে কুচ কাওয়াজ প্রদর্শন করে মান্দা থানা পুলিশ, আনসার, ভিডিপি সদস্যরা।এতে মাঠ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল
হালিম, মান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক।
প্যারেড শেষে মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল হালিম বলেন, ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশের ঘোষণা দিয়েছিল একটিভূখন্ড, যার নাম বাংলাদেশ।
স্বাধীনতার ৫০তম বছর পূর্তিতে এ দিনটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর।
তাই এবার উদযাপনে যোগ হয়েছে ভিন্ন রকম মাত্রা।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *