আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরে ১৪তম বিশ্ব অটিজম সচেতন দিবস ২০২১ জুম সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে ‘মহামারিত্তোর বিশ্বে ঝুকি প্রশমন কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণথ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় জুম মিঠিং। মিটিংয়ে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহম্মেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।
Spread the love