নাটোরে নিখোঁজের ৯ঘন্টা পর পুকুরে থেকে শিশুর লাশ উদ্ধার

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার ছাতনী এলাকায়  বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে ৮ বছরের শিশু ‘আলিফ’ নিখোঁজ হওয়ার  ৯ঘন্টা পর ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় গেদা খামারের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। মৃত আলিফ একই এলাকার সুজনের ছেলে এবং ছাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার শামসুল আলম ও মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ছাতনী এলাকায় একটি পুকুরে আলিফ সবার অগোচরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আলিফ বাড়ী ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ করা শুরু করে। এসময় স্থানীয়রা পুকুরে নেমে তার খোঁজ করেও ব্যর্থ হলে নাটোর ফায়ার সার্ভিসে অবহিত করলে তারা চেষ্টা চালিয়ে মৃতের মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসে অবহিত করা হলে সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল পুকুরে উদ্ধারাভিযানে নামে। পরে রাত ৮ টার দিকে ডুবুরি দল ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আলিফের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দুঃখ জনক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *