গুরুদাসপুরে অজ্ঞান করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে যাত্রী সেজে অটোভ্যান ভাড়ায় নিয়ে এক কিশোর চালককে স্পিডের বোতলে মাদক খাইয়ে অজ্ঞান করে ব্যাটারীচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এঘটনা ঘটে। কিশোর ইয়ামিন (১৩) পাশ্ববতর্ী সিংড়া উপজেলার মহিষমারী বেলতোলা গ্রামের জাহিদ আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ছেলেটি অজ্ঞান অবস্থায় লক্ষিপুরের আনোয়ার হোসেনের বাড়ির কাছে কান্না করছিল। এসময় সে বলছিল আমাকে স্পিড খাইয়ে ভ্যানের যাত্রীরা ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে কিশোর ইয়ামিন কিছুটা সুস্থ্য হয়ে উঠে।
কিশোর ইয়ামিন বলেন, বৃহস্পতিবার বিকেলে মহিষমারী থেকে দুইজন যাত্রী নিয়ে নাজিরপুরে যাওয়ার জন্য তার ভ্যানে উঠেন। পথে তারা সাথে থাকা বোতল দিয়ে ঠান্ডা স্পিড খেতে দেয়। তাদের খাওয়া দেখে সেও স্পিড খায়। এরকিছুক্ষণ পরে কি হয়েছে সে বলতে পারেনা। ঘন্টা খানেক পরে সে বুঝতে পারে তার ভ্যানটি অজ্ঞান পার্টিরা নিয়ে গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। তার পরেও খবর পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *