রাজশাহী নগরীতে পঞ্চম দিনেও শান্তিপূর্ণভাবে কঠোর লকডাউন চলছে

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগনীতে আজ পঞ্চম দিনের লকডাউন চলছে। করোনাভাইরাস প্রতিরোধে ‘কঠোর লকডাউনে’ ফাঁকা রাজশাহীর পথঘাট। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। বন্ধ রয়েছে নগরীর বিপণি-বিতান।

রবিবার (১৮ এপ্রিল) সকালে মহানগরীর সাহেববাজার এ কোন দোকানপাট খুলতে দেখা যায়নি।মনিচত্তর এর কাচাবাজার খোলা রয়েছে।তাছারা শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, তালাইমারি, লক্ষ্মীপুরসহ কয়েকটি এলাকায় দেখা গেছে, রাস্তাঘাট ফাঁকা। ওষুধ এবং মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাটও বন্ধ দেখা গেছে।

মহানগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন। এছাড়া শহরের তিন দিকের প্রবেশমুখ আমচত্বর, কাশিয়াডাঙ্গা ও কাটাখালি এলাকায় পুলিশ সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির মুখেও পড়তে হতে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মহানগরীর প্রত্যেকটি এলাকায় পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এরপরেও ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *