বাঘায় প্রতিবন্ধীদের একীভূতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অর্ন্তভূক্ত করণের বিশেষ দিকগুলো তুলে ধরে ডিজএ্যাবিলিটি ইনক্লুশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮-৬-১৯) বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে সমতা নারি কল্যাণ সংস্থা (এসএনকেএস) এর আয়োজন করে।

কর্মশালায় উপজেলা পর্যায়ে সেবা কর্ণার,স্কুল-কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রবেশগম্যতা নিশ্চিত করণে বর্তমান ব্যবস্থায় র‌্যাম্প তৈরি,বছরে অন্তত একবার প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ প্রতিবন্ধীতা একীভূতকরণে,চিহিৃত সমস্যাগুলো সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষন করে সুপারিশ করা হয়।

সংস্থার নির্বাহি পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা।

এসএনকেএসের পরিচালক নজরুল ইসলাম জানান, সিবিএম অষ্টোলিয়ার সহযোগিতায় এবং অষ্টেলিয়ান সরকারের অর্থায়নে প্রতিবন্ধীদের নিয়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি এন ডেভেলপমেন্ট (সিসিডি)। বাংলাদেশের ৭টি বিভাগে ১১টি জেলায় ১২টি সহযোগী সংস্থার সাথে সম্মিলিতভাবে প্রকল্পটি পরিচালনা করছে।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় (নারি-পুরুষ),ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান,এনজি প্রতিনিধি,এ্যাপেক্স বডির সদস্য ও গনমাধ্যম কর্মীরা। বক্তারা বলেন,সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রতিবন্ধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *