এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ।

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তিঃ গত অর্থ বছরের এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।

গত সোমবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এডিপি বরাদ্দের গৃহীত ১ম কিস্তির চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। রাজশাহী জেলার ৯টি উপজেলার মসজিদ, কবরস্থান, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩০টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ১ম কিস্তির অর্থ যে ৩০টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হলো এবং তারা তাদের উন্নয়নের কাজ গুলি দ্রুত সম্পর্ন্ন করতে পারলে জেলা পরিষদ ঐ প্রতিষ্ঠান গুলিকে অতি শীঘ্রই ২য় কিস্তির চেক বিতরনের উদ্যোাগ নিবে। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন ও এই করোনাকালীন দূর্যোগে সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এছাড়াও সকলে মাস্ক পারার জন্য আহব্বান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রেজাা হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য-৪ ও প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস বিবি, সংরক্ষিত সদস্য-১ কৃষ্ণা রানী দেবী ও সাধারণ সদস্য-১৩ মোঃ আসাদুজ্জামান মাসুদ। রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান ছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *