রাজশাহী মেডিকেলে একদিনে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহী হয়ে উঠেছে করোনার হটস্পট। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রনের বাইরে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৪ জন পজিটিভ হয়ে ছিলেন। বাকি ৫ জন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।  মৃত মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রাজশাহীর ১ জন নাটোর ও ১ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এদিকে বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে।

এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের ৪ জন মারা যান। গত সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *