রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে। শান্তিরক্ষী দিবস ২০২১ এর প্রতিপাদ্য বিষয় ছিল “The Road to a Lasting Peace-Leveraging the Power of Youth For Peace and Security” অর্থাৎ স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যুবশক্তির ব্যবহার সুনিশ্চিত করা।

আজ শনিবার সকাল ৯টার দিকে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজে বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এছাড়া সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবার শোভাযাত্রা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এর প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ এর এ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএম।

অনুষ্ঠানে কর্মসূচিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা পুলিশ, সেনাবাহিনী ও আরআরএফ অংশ নেয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজ প্রাঙ্গনে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আত্মত্যাগকারী বীরদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *