মান্দা উপজেলা প্রশাসনের মাস্ক বিতরন-জরিমানা

রাজশাহী
রওশন আলম নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় করোনা প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়েছে।  মঙ্গলবার বিকেল ৫ টার সময় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এসব মাস্ক বিতরন করা হয়।
মাক্স বিতরণ কালে অনেক মটরসাইকেল আরোহী কে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানাও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন ও দপ্তর সম্পাদক রওশন আলম প্রমুখ।
মাস্ক বিতরনের সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারন মানুষদেরকে মাস্ক পরিধানের জন্যে সরকারী নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হচ্ছে।
পরবর্তীতে সরকারের নির্দেশনা কেউ না মানলে যে কোন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *