রাজশাহী বিভাগের তিন জেলায় নতুন ২০৯ জনের করোনা শনাক্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহীসহ তিন জেলায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০৪জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহী,নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ৩৬১ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা পজিটিভ এসেছে। যা মোট সনাক্তের ৬১ দশমিক ৮৮ শতাংশ। রাজশাহীতে ১৭১ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা মোট সনাক্তের ৫৪ দশমিক ৩৯ শতাংশ।  নাটোরের ৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাব দুটিতে ১৫২ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *