রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় তারা মারা যান। এ খবর নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী।

তিনি বলেন, এর মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিল। বাকি ৪ জন করোন উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ও রাজশাহীর ৩ জন। এ নিয়ে গত ২৪ মে থেকে এই ১৩ দিনে ১০১ জন মারা গেলেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিল ৬০ জন বলে জানান তিনি।

তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে রাজশাহী ১০, চাঁপাইনবাবগঞ্জের ৫ ও নওগাঁর একজন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ জন।

এদিকে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে একদিনের ব্যবধানে বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। শুক্রবার রাতে রাজশাহীর দুইটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে।

রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে এদিন শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ৬১ দশমিক ৮৭ শতাংশ। যা বৃহস্পতিবার রাজশাহীতে ছিল ২৬ শতাংশ আর চাঁপাইনবাবগঞ্জে ছিল ৫৩.৯৪ শতাংশ।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার রাজশাহীর দুটি ল্যাবে ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের পজিটিভ এসেছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১৮১ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের পজিটিভ এসেছে এবং নাটোরের ৯ জনের মধ্যে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *