নাটোরে করোনায় ২ জনের মৃত্যু,চলছে লকডাউন

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। দিীপ কুমার চক্রবতর্ী (৬২)ও রমজান আলী (৯০) নামের ওই দুই ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে মোট মৃত্যু ৩০ জন। এদিকে গত চব্বিশ ঘন্টায় ১৬৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা  পজেটিভ পাওয়া গেছে।
এদিকে সংক্রমনের হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের ঘোষিত সিংড়া ও নাটোর পৌরসভায় ৭দিনের বিশেষ লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মানাতে সকাল থেকে শহরের প্রবেশদ্বার গুলোতে চেক পোস্ট বসিয়ে তল্লাসি চালাচ্ছে আইন শৃংখলা বাহীনির সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা পৌরসভা এলাকায় জারিকৃত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ মটিরিং করতে সকাল ৭ টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় উপস্থিত হন। সেখান থেকে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এছাড়া একই সময়ে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ শহরে বের হন । জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও  পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ৭ দিনের লকডাউন সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *