রাজশাহীতে আজ ভ্রাম্যমাণ বুথে করোনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ শতাংশ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে  ভ্রাম্যমাণ ১৩টি বুথে ফ্রি র‌্যানডম করোনা টেস্ট করা হয়েছে।বুধবার(০৯ জুন)  এ টেস্ট করা হয়। এ সময় ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা পজেটিভ এসেছে। শতকরা হিসেবে যা ১৩ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৭৭ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। রাজশাহী নগরীর সাহেব বাজার, আম চত্বর,কাশিয়াডাঙ্গা,ভদ্রার মোড়, বিন্দুর মোড় সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী মোড়,টুলটুলিপাড়া হেলথ সেন্টার,কাদিরগঞ্জ হেলথ সেন্টার, পঞ্চবটী হেলথ সেন্টার, মেহেরচন্ডী হেলথ সেন্টার, বিভাগীয় কমিশনার কার্যালয়ে  ভ্রাম্যমান করোনা টেস্ট শুরু করে সিভিল সার্জন।

 

প্রতিটি স্থানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে স্বাস্থ্য টিম ও আরএমপি’র পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এ কার্যক্রমে সহযোগীতা করছেন। এসময় বুধগুলোতে সাধারণ মানুষ ফ্রি তে করোনা পরীক্ষা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *