বড়াইগ্রামে লাশ দেখতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে আত্নীয়ের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ৭টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ঢাকাগামী আমবাহী ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত সকলে প্রাইভেটকারের যাত্রী। নিহত ব্যক্তির নাম আলহাজ্ব আবু তালেব (৭৫)। সে পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন একই পরিবারের আলহাজ্ব রোকেয়া বেগম (৬৫), আলহাজ্ব রাবেয়া পারভীন (৪২),ফরিদা পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, উপজেলা আনছার-ভিডিপিথর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) অসুস্থতাজনিত কারণে মারা গেলে তার লাশ দেখতে বনপাড়ার উদ্দেশ্যে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হন। আহত সকলকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হলে আবু তালেবের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *