সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের কয়েক সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তিঃ সাম্প্রতিক সময়ে মসজিদে দাঙ্গা ও অসান্তি শৃষ্টির অভিযোগ এনে রাজশাহী মহানগর যুবলীগের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ কররেছে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এতে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭ জুন ২০২১ ইং তারিখ অনুমান রাত্রী ০৯টার সময় ১০নং ওয়ার্ডের আওতাধীন লিচুবাগান মহল্লার মসজিদে হামলার সংক্রান্তে মিথ্যাতথ্য উপস্থাপন ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির দায়ে গোপন তথ্যের ভিত্তিতে সাম্প্রাদায়িক উষ্কানি ও মাদকের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যাওয়ায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সুপারিশক্রমে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সদস্য আমিনুল ইসলাম এবং সাধন কুমার ঘোষ এর দলীয় কার্যক্রম স্থগিত করা হলো এবং স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে।

 

এছাড়াও ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারন সম্পাদক জাকির হোসেন শাওন কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।

 

একই সাথে ফেসবুকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় উষ্কানীমূলক বক্তব্য প্রকাশের জন্য ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ শেখ কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।

 

মাদকের সাথে জড়িত ও সংগঠন বিরোধী ষড়ন্ত্রমূলক কর্মকান্ডে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগের সাধারন সম্পাদক ফিরোজ শেখ ও ২৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সাব্বির কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।

 

আরোও জানানো যাচ্ছে যে, কিছুদিন যাবৎ যুবলীগের কতিপয় ওয়ার্ডে নেতৃবৃন্দের সংগঠন বিরোধী অপতৎপরতা মহানগর যুবলীগের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হওয়ায় মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে যে কোন প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের পরামর্শক্রমে সাংগঠনিক তৎপরতা গ্রহনের নির্দেশ প্রদান করা হলো।

 

একই সাথে অসামাজিক এবং অসাংগঠনিক কার্যক্রমে জড়িত না থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। অন্যথায় সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *