প্রতিটি বিত্তবানের হজ্বে যাওয়া প্রয়োজন:এমপি ফারুক চৌধুরী

রাজশাহী লীড

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে হজ্বযাত্রীদের বিদায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অথিতি জেলা আ”লীগ সভাপতি রাজশাহী-১(তানোর গোদাগাড়ী)আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন যারা বিত্তবান তাদের হজ্ব করা প্রয়োজন । কারন হজ্ব করার পর মনে আলাদা প্রাফুল্লতা আসে। আপনারা আল্লাহর মেহমান হয়ে তাঁরই ঘর তওআফ করতে যাচ্ছেন।

এর চেয়ে সৌভাগ্য আরকি হতে পারে। আপনারা হজ্বে গিয়ে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার চেষ্টা করবেন । তবে সেখানে নামাজ পড়া অনেক কষ্টের । যারা হজ্বে যায় তাদের সবার এবাসনা থাকে। অনেকে পড়তে পারেন আবার অনেকের ইচ্ছে থাকলেও পড়া হয়না। আপনাদের দোয়াই এবং আল্লাহর মেহেরবানীতে আমি সেখানে নামাজ আদায় করতে পেরেছি। আপনারা আরাফার ময়দানে গিয়ে দেশ জাতিসহ পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। আল্লাহ যাদের হজ্ব কবুল করেন তাঁরা নিষ্পাপ হয়ে আসে। আপনারা হজ্ব থেকে সুস্থ্য ভাবে পরিবারের কাছে ফেরত আসতে পারেন এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি , আপনারাও হজ্বে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন।

গতকাল সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম। ইসলামী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পুরুষ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তালন্দ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, পাচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন,চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান , শিক্ষক নেতা জিল্লুর রহমান, আসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবাইর ইসলাম, তানোর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ। এসময় প্রাক্তন হাজী প্রধান শিক্ষকরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *