নাটোর বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি রাজশাহী
 নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২০-২১ এর আওতায় খরিফ-২ মৌসুমে বিনামূল্যে রোপা আমন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে  চাষীদের মধ্যে এসকল বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় উফসি জাতের ধান ২০০ জন চাষি ও ১০০ জনের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ এবং সকলকে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *