নাটোরে বাগাতিপাড়া ইউএনও ‘প্রিয়াঙ্কা’ করোনা আক্রান্ত

রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা করোনা পরীক্ষার নমুনা দিলে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তবে তিনি এখনো পর্যন্ত সুস্থ রয়েছে বলে জানা গেছে। এছাড়া তার এক মাত্র তিন বছর বয়সী মেয়ের শরীরেও করোনার উপসর্গ বা লক্ষণ রয়েছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফরিদুজ্জামান স্বচ্ছ খবরটি নিশ্চিত করে বলেন, বুধবার (৩০ জুন) ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের শরীরে অসুস্থতা বোধ করেন। পরে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একই সঙ্গে তার তিন বছর বয়সি একমাত্র মেয়ের শরীরেও করোনার উপসর্গ রয়েছে। করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরও উপজেলা নির্বাহী অফিসার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান আরএমও।
এ ব্যাপারে ইউএনও প্রিয়াংকা দেবী পাল মোবাইল ফোনে জানান, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। এসময় তিনি তার সহ সকলের জন্য দোয়া চান।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *