রাজশাহীতে এক মাসেই অক্সিজেন চাহিদা বেড়েছে দ্বিগুন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী হাসপাতালে প্রতিদিন এখন গড়ে ৮ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের জন্য। যা গত দুই মাস আগে ছিলো মাত্র ২-৩ হাজার লিটার। বিশেষ করে গত এক মাসে অক্সিজের চাহিদা বেড়েছে প্রায় ৩ হাজার লিটার।

এক মাস আগে এর চাহিদা ছিলো প্রায় ৫ হাজার লিটার। কিন্তু সেটি বেড়ে গিয়ে এখন প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায় ৮ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।

হাসপাতালের ১২টি করোনা ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪০৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৬২ জন। এসব রোগীর জন্য এখন গড়ে ৮ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে। তার পরেও অক্সিজেন লাইন প্রতিটি শয্যায় না থাকায় অনেকেই বাইরে থেকে সিলিন্ডার কিনে নিয়ে নিয়ে গিয়েও চিকিৎসা নিচ্ছেন।

এক চিত্রে দেখা যায়, হাসপাতালে গত মে মাসে রোগী ভর্তি হয়েছিলেন ৮০৮ জন। সেখানে গত জুন মাসে রোগী ভর্তি হয়েছিলেন ১৩৯৭ জন। এক মাসে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রায় দ্বিগুন রোগী বৃদ্ধি পায় এ হাসপাতালে। ফলে অক্সিজেন চাহিদাও বেড়ে গেছে প্রায় দ্বিগুন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘রোজার আগে আমাদের প্রতিদিন ২-৩ হাজার লিটার অক্সিজেন প্রয়োজন হতো। এখন সেটি বৃদ্ধি পেয়ে হয়েছে ৮ হাজার লিটার বা ৮ টন। এক মাস আগে এই চাহিদা ছিল সর্বোচ্চ ৫ হাজার লিটার। এখন সেটি গিয়ে ঠেকেছে প্রায় ৮ হাজার লিটারে। আমরা প্রতিদিন জাতীয় অক্সিজেন সরবরাহ ডিপো থেকে ১০ হাজার লিটার অক্সিজেন পাচ্ছি। এছাড়াও ১০ লিটার অক্সিজেন রিজার্ভ রাখা হয়। ফলে আপাতত অক্সিজেনের সঙ্কট নাই। তবে যে হারে রোগী বাড়ছে, তাতে বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছে আমাদের।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *