রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ২০ জনের প্রাণ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। অন্য ১৭ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

মৃত ২০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন,  নওগাঁর তিন, পাবনার চার, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন।

হাসপাতালটিতে এ মাসের সাত দিনে ১২১ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৭০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *