আগামীকাল শুক্রবার রাজশাহীতে আসছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক

রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক: আগামীকাল শুক্রবার রাজশাহীতে আসছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়। শুক্রবার বিকেলে রাজশাহী বিশানবন্দরে অবতরণের পরে শনিবার ‘২য় বরেন্দ্র এগ্রো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স’র উদ্বোধন করবেন।

রাজশাহী সফরে এসে কৃষি মন্ত্রী গোদাগারীতে বিএমডিএ’র প্রকল্প সরমংলা খালও পরিদর্শন করবেন।

‘২য় বরেন্দ্র এগ্রো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স’র জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী সিটি করপোরেশেনের মেয়ের এএইচএম খায়রুজ্জামান লিটন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায় কমিটির সদস্য সাংসদ ওমর ফারুক চৌধুুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমএ সাত্তার মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিএমডিএ’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *