গুরুদাসপুরে ৫৩টি হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে ৫৩টি হাঁসের বাচ্চা মারার অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃপাথুরিয়া গ্রামে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ হাস চাষী সিরাজুল ইসলাম জানান, আমার ছেলে সিজান আলীর সাথে পাশ্ববতর্ী কুসুমহাটি গ্রামের মৃত বাবু আলীর ছেলে মিলুর সাথে বাজারে কথাকাটাকাটি হয়। এবিষয়ে গত শনিবার তাদের বাড়িতে বিরোধীয় বিষয় নিম্পত্তির জন্য যাই। বিবাদীগণের বাড়িতে যাওয়া মাত্রই তারা আমার সাথে অসদাচরণ করে গালিগালাজ করতে থাকে। আমি তাদের কথার প্রতিবাদ করলে আমাকে তারা মারপিট করে। এবিষয়টি নিয়ে স্থানীয় প্রধানগণ শালিশী বৈঠকের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়। আমি তাতে সম্মত হয়ে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১ টার দিকে দেখি আমার হাঁসের ৫৩টি বাচ্চা সব মরে পড়ে আছে। আমি তাদের দেখে চিৎকার দিলে অভিযুক্ত মিলু, মিজান দৌড়ে পালিয়ে যায়।
অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *