মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের কনস্টেবল পদে ৮৮ জনকে নিয়োগ প্রদান

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের কনস্টেবল পদে ৮৮ জনকে  নিয়োগ প্রদান করা হয়েছে। মাত্র ১০৩ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিপিএম।

রোববার রাত পৌনে ৮টার দিকে কনস্টেবল পদে মেধা তালিকায় টিকে যাওয়া প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাত্র ১০৩ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কারো কাছ থেকে কোন ধরণের টাকা নেওয়া হয়নি। চাকুরী পাওয়া অনেকেই দিনমজুর ও হতদরিদ্রদের ছেলে মেয়ে। যেহেতু নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা হয়েছে তাই নিয়োগ প্রাপ্তরা চাকুরীতে পুলিশের সুনাম ধরে রাখতে সক্ষম হবে।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার কনস্টেবল পদে পুলিশ লাইন মাঠে ৫ হাজার ১৪১ জন দাঁড়ায়। লিখিত পরীক্ষার জন্য টিকে ৮৭৯ জন। লিখিত পরীক্ষার পর ভাইভা নেওয়া হয় ৪২৪ জনের।
এরমধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগ পায় ৮৮ জন নারী-পুরুষ। এরমধ্যে পুুরুষ সাধারণ কোটায় ২৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ১১ জন, পুলিশ পৌষ্য কোটায় ৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ২ জন এবং নারী সাধারণ কোটায় ৪২ জন । রাতে চাকুরী পাওয়া ৮৮ জনকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *