বাঘায় আগুনে পুড়ে ২ লক্ষ টাকার ক্ষতি

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে দোকানের ২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) রাত ৩ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা বাজারে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা বাজারে হাছেন মার্কেটে মুঞ্জু প্রামানিকের ইলেক্ট্রনিক্সের দোকানে রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে নতুন তিনটি ৩২ইঞ্চি ওয়াল টিভি ,একটি কমম্পিউটার ১০টি পুরাতন টিভি,একটি ডিস লাইনের ট্রেন্সমিটার ও টিভির মালামালসহ মেরামতের যন্ত্রপাতির পুড়ে যায়। দোকান মালিক মুঞ্জু প্রামানিক বলেন, বাজারের অন্য দোকান থেকে দোকানের মালামাল নিয়ে গত কালকে হাছেন মার্কেটের এই দোকনে ভাড়া আসছি । রাত সাড়ে ৩টার দিকে ফোনে নৈশ প্রহরি সুকটা আগুন লাগার খবর জানান। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের একটি দল রাতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ধারণা দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ আবুল কাশেম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান,ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসককে জানিয়েছি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *