বাঘায় কোভিট ১৯ শীর্ষক অবহিতকরণ সভা

রাজশাহী

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় কোভিট ১৯ শীর্ষক টিকা গ্রহন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহাম্মেদ এর আহ্বানে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

 

তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় নানা রোগ বালাই এসছে। তবে বিশ্বব্যাপী মহামারি করোনায় প্রধানমন্ত্রী রাষ্টীয় এবং ব্যাক্তিগত উদ্যোগে টিকা সংগ্রহ করে শহর থেকে শুরু করে উপজেলা এবং একেবারে তৃনমূল পর্যায় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ভিত্তিক যে সেবা দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানায়। সভায় বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহাম্মেদ বলেন, চলতি সপ্তাহে বাঘার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে গিয়ে যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের গণহারে করোনা টিকা দেয়া হবে। তবে যাদের সনদ পত্র দরকার তাদের রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে।

 

তিনি আরও বলেন, প্রথম অবস্থায় প্রতিটি ইউনিয়নের তিনটি করে ওয়ার্ড কভার করা হবে। এরপর পর্যায়ক্রমে এনআইডি কার্ডধারী সবাই টিকা নিতে পারবে। এসময় উপস্থিত ছিলেন, বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *