তিন দিনেও উদ্ধার হননি পাসপোর্ট অফিসের ‘অপহৃত’ কর্মচারী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ‘অপহরণের’ শিকার রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের অফিস সহকারী রঞ্জু লাল সরকারকে (৩৩) তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত শনিবার বেলা পৌনে ১২টার দিকে তাকে মহানগরীর শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে পুলিশ এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অপহরণের দিন রাতেই রঞ্জুর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে এ বিষয়ে জানতে চাইলে মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারা রঞ্জু লাল সরদারের কোনো খোঁজ পাননি। তবে তাকে দ্রুত উদ্ধার করতে তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত অপরণকারীরা কোন দাবিও করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অপহরণের ৩দিন পার হলেও এখন উদ্ধার না হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুশ জানান, বিষয়টি সম্পর্কে জানতে বাংলাদেশ পুলিশের মিডিয়া কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এআইজি মিডিয়া সোহেল রানা জানান, পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ করছে। ফুটেজ দেখে সংশ্লিষ্টদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে কোন আপডেট পেলে জানানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *