রাজশাহীতে মসজিদের জায়গাকে কেন্দ্র করে বাড়ী ঘরে হামলা, থানায় অভিযোগ 

রাজশাহী
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীর পঞ্চবটি আহমদপুর জামে মসজিদের জায়গাকে কেন্দ্র করে একটি পক্ষের বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৮ আগস্ট দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মেহদী হাসান রনির নেতৃত্বে এলাকার কিছু লোক এ হামলায় অংশ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এঘটনায় বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন হামলার শিকার পরিবার। নুরজাহান ও রাজিয়া সুলতানা আলাদা আলাদা দুটি অভিযোগ দায়ের করেন। বোয়ালিয়া থানায় দায়েরকৃত অভিযোগ নং ৩৩১ ও ৩৩২।
ঘটনার সূত্রে জানা যায়, রাস্তা সম্প্রসারণের কারনে আহমদপুর জামে মসজিদ স্থান্তরকে কেন্দ্র করে এলাকার দুইটি পক্ষ বিরোধ চলে আসছিলো। এমনতাবস্থায় স্থানীয় ভাবে রাজশাহী সিটি করপোরেশনের প্রতিনিধিদের মাধ্যমে একটি আপস মিমাংসা হয় বলে জানা যায়। সেই মিমাংসায় মসজিদ পেছনের দিকে স্থানান্তরে সিদ্ধান্ত হয়।
কিন্তু হঠাৎ করেই স্থানীয় মেহদী হাসান রনির নেতৃত্বে আবুল কালাম আজাদ, মাইফুল ইসলাম, হামিদুর রহমান, ফারুক, আবু সাঈদ, সুমন, শওকত আলী সহ প্রায় ৩০ থেকে ৪০ জন লোক বিভিন্ন প্রকার লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে নুরজাহান ও রাজিয়া সুলতার বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে ফেলে ও ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাংচুর করে এবং গাছপালা কেটে ফেলে।
হামলায় ক্ষতিগ্রস্ত রাজিয়া সুলতানা বলেন, মসজিদের জায়গাকে কেন্দ্র করে মিমাংসিত একটি বিষয়ে স্থানীয় সুবিধাভোগী একটি গোষ্ঠী মসজিদ কমিটির একটি অংশকে ভুল বুঝিয়ে উত্তজনাকর পরিবেশ তৈরি করছে এবং হামলায় তাদেরকে অংশগ্রহণের জন্য চেষ্টা করেছে।
হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মেহদী হাসান রনি বলেন, রাজিয়া সুলতানার ভাই শামীম রেজা মামলা দিয়ে মসজিদের উন্নয়ন বাধাগ্রস্থ করছে তাই এলাকার লোকজন এ হামলা চালিয়েছে।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *