পদ্মায় নৌকাডুবি, প্রাণে বাঁচলেন পাট ব্যবসায়ীসহ ৪ জন

রাজশাহী লীড

বাঘা  প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নৌকা ডুবে পাট ব্যবসায়ীসহ চারজন প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার বিকালে চৌমাদিয়া পদ্মা নদীর মাঝে প্রবল স্রোতে ও ঢেউয়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাঘা এলাকার পাট ব্যাসায়ী শিপন আহম্মেদ, দুলাল হোসেন, আকাশ হোসেন নৌকা নিয়ে চৌমাদিয়া চরে পাট কিনতে যাচ্ছিলেন। এ সময় তারা পদ্মা নদীর মাঝামাঝি স্থানে পৌঁছলে প্রবল স্রোতের ও ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। পরে নদীতে থাকা অন্য মাঝিরা তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম।

এ বিষয়ে নৌকার মাঝি আসহাস হোসেন জানান, নৌকা নিয়ে চৌমাদিয়া চরে তিনজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখন হঠাৎ প্রবল স্রোত আর ঢেউ শুরু হয়। এতে নিয়ন্ত্রণ করতে না পারায় নৌকাটি ডুবে যায়। তবে নৌকাতে থাকা সবাই সাতার জানার কারণে তারা ভেসে থাকতে সক্ষম হন। এর কিছুক্ষণের মধ্যে পাশে অন্য মাঝিরা তাদের উদ্ধার করে কিনারে নিয়ে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *