বাঘায় ব্যক্তিগত সফরে ভারতীয় সহকারি হাই কমিশনার 

রাজশাহী লীড
বাঘা  প্রতিনিধি :  বাংলাদেশে নিযুক্ত রাজশাহীস্থ, ভারতের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বাঘা সফর করছেন। শনিবার (১১-৯-২০২১) ব্যক্তিগত সফরে বাঘায় এলে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নারায়নপুর  কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে সহকারী হাই কমিশনারকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে ও সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা।
প্রতিবেশী দেশের এই কূটনৈতিক বিশাল দিঘীর পাশে প্রতিষ্ঠিত ৫০০ বছরের প্রাচীন ঐতিহাসিক বাঘা শাহী মসজিদসহ নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির,মাজার –মসজিদ ও যাদুঘর পরিদর্শন শেষে বাঘা পৌর সভার নারায়নপুর গ্রামের গৌতম পান্ডের মেয়ে পাপিয়া পান্ডের বাড়িতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাথে উপস্থিত ছিলেন, বাঘার কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও  আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ড.প্রনব কুমার পান্ডে।  সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা ও  স্থানীয় প্রতিনিধি আব্দুল হামিদ মিঞা।
অধ্যাপক ড. প্রনব কুমার পান্ডে জানান, সফরকালে সহকারি হাই কমিশনার বাঘার আর্থসামাজিক, ধর্মীয় সহাবস্থানসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।’ অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভারতীয় সহকারি হাই কমিশনার বাঘায় ব্যক্তিগত সফরে আসার পর পাপিয়া পান্ডের বাড়িতে সৌজন্য সাক্ষাতে পর মধ্যাহৃভোজে মিলিত হন। সেখান থেকে কর্মস্থল রাজশাহীতে  ফিরে যান।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *