মিলাদের পোলাও খেয়ে অসুস্থ ৪১ নারী-পুরুষ

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাকিঁলা বেলখুর গ্রামে মিলাদের পোলাও খেয়ে ৩ গ্রামের নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার বেলখুর গ্রামের আ. সামাদ মণ্ডল বলেন, আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যায় কয়েক দিন পূর্বে। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করে নিহতের পরিবার। সেই পোলাও খেয়ে বাকিঁলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের ৪১ জন ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুড পয়জনের কারণে এমনটা হয়েছে বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *