বাঘায় সচেতনতায় আলোচনা করে শেষ হলো ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উদ্বোধনের পর সচেতনতায় আলোচনা সভা করে শেষ করা হয়েছে, সপ্তাহব্যাপি ’মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’। উপজেলা পরিষদ চত্বরে নামমাত্র জঙ্গল পরিস্কার করে শেষ করা হয়েছে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’। ২৫ জুলাই থেকে সপ্তাহব্যাপি কর্মসূচি শেষ হয়েছে ৩১ জুলাই। তবে সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে আলোচনা সভা করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সুত্রে জানা যায়,‘দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে সারাদেশে সিটি কর্পোরেশন, জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নসমূহের উদ্যোগে সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে।
দেশে ডেঙগু জরের প্রাদুর্ভাবের মধ্যে ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের উদ্যোগ গ্রহন করে সরকার। বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। এর ধারাবাহিকতায় বাঘাতেও এক বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদের চত্বরে জঙ্গল পরিস্কার করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কিন্তু সপ্তাহব্যাপি কর্মসূচিতে আর কোন কার্যক্রম চোখে পড়েনি।

জানতে চাইলে কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন, সরকারিভাবে এর কোন বাজেট নাই। তবে উপজেলা পরিষদের ফান্ট থেকে খরচের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মতে সপ্তাহব্যাপি খরচের খাত থেকে মশা তাড়ানোর জন্য সুগার মেশিন ক্রয় করা হবে। কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু বলেন ,সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে আলোচনা সভা করে সচেতন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *