তানোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরি 

রাজশাহী লীড
তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাংহাটি থেকে চুরি করে একটি পরিপক্ক তাজা গাছ কাটে দমদমা গ্রামের গোপাল শর্মা, গাংহাটি গ্রামের রবিন্দ্রনাথ রবি ও কাঁমারগা গ্রামের আবুল কাশেম। এ সময় স্থানীয়রা ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) ঘটনা স্থলে এসে কাটা গাছ জব্দ করেন। তবে রহস্যজনক কারণে কোনো মামলা করা হয়নি।
এদিকে স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বিক্রি ও নানা অজুহাতে বাঁধের গাছ চুরি করে আসছে। তারা বলেন, চুরি তো চুরি একটিও চুরি দশটিও চুরি তাহলে এদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেনো-? নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাঁধে রাম রাজত্ব কায়েম করেছে, এরা বাঁধের জায়গা জবরদখল করে পজিশন বিক্রি, গাছ চুরিসহ নানা অপকর্ম করে আসছে।
অভিযুক্ত গোপাল শর্মা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে গাছ কেটেছি,আমরা এখানে গাছ কেটে একটি ঘর নির্মাণ করবো। আপনারা কিছু জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করুন বলে দম্ভোক্তি দেখান।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ইউপি ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) বলা হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে। এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা(তহসিলদার)আব্দুস সাত্তার বলেন, কাটা গাছ জব্দ করা হয়েছে, তিনি বলেন, ইউএনও স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *