নাটোরে স্ত্রীর সাথে পরকীয়া সন্দহে কৃষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ নাটোরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দহে কৃষক সানোয়ার হোসেন (৪২) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীকে গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার সদর উপজলোর কৈগাড়ি কৃষ্ণপুর গ্রামে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখনে, হামলাকারী সন্ত্রাসীর বড় ভাই চাঁন খামারু, আতাউর খামারু, আহত সানোয়ার হোসনেরে বাবা নুর মহম্মদ, মা আনোয়ারা বেগম সহ গ্রামের বিশিষ্টজনরা।
মানববন্ধনে বক্তারা বলনে, স্থানীয় সন্ত্রাসী জামাল খামারু এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী র্কাযকলাপ চালিয়ে মানুষকে ভয়ভীতি প্রর্দশন করে আসছে। বুধবার সকালে গ্রামের কৃষক নুর মহম্মদের ছেলে সানোয়ার হোসনের গরু কেনার উদ্দেশ্যে ১লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে এলাকার মাজেদের দোকানে চা খাওয়ার সময় জামাল খামারু সহ অজ্ঞাত ২/৩ জন ধারালো অস্ত্র সহ সানোয়ারের ওপর চড়াও হয়। এসময় জামাল খামারু তার স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহভাজন অভিযোগ তুলে হাসুয়া দিয়ে সানোয়ারে গলায় ও পেটে পোজ দেয়। এসময় তার কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত সানোয়ারের স্ত্রী সাহারা বেগম বাদি হয়ে জামাল খামরুকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত জামাল খামারুকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী সহ সন্ত্রাসী জামাল খামারুর পরিবারের সদস্যা তার গ্রেফতারে  দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে। এসময় জামাল খামারুর দুই ভাই সহ গ্রামবাসী জামাল খামারুকে আইনের আওতায় নেয়া সহ  দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *