বাগাতিপাড়ার বিহারকোল বাজারে জমি বরাদ্দ নিয়ে বিশৃঙ্খলা; বাজার কমিটির জরুরী সভা অনুষ্ঠিত!

রাজশাহী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ জেলা পরিষদের জমিতে দোকান ঘর নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে  নাটোরের বাগাতিপাড়ার বিহারকোল বাজারে  বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় বাজার কমিটির আহ্বানে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় উপজেলার বিহারকোল বাজারে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আধুনিক মসজিদ নির্মাণের জন্য ২০১৯ সালে উপজেলার বিহারকোল বাজারের ১৪৭টি দোকান ঘর সরকারি নীতিমালা মেনে উচ্ছেদ করা হয়। সে সময় জেলা পরিষদ থেকে জানানো হয় পরবর্তীতে পূর্বের লীজ গ্রহীতারা তাদের লীজের বকেয়া টাকা পরিশোধ করলে এবং নতুন করে যারা লীজ নিতে ইচ্ছুক তাদেরকে নিয়মানুসারে দোকান ঘর করার জন্য লীজ দেওয়া হবে। এরই একপর্যায়ে গতকাল বুধবার জেলা পরিষদ থেকে মাত্র ২০ জনকে লীজ প্রদান করা হয়েছে মর্মে ওই ২০ জনকে জমি প্রদানের জন্য এলে বাজারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিহারকোল বাজার কমিটির সভাপতি মোঃ তিতুমীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনীর সঞ্চালনায় বাজারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাজার কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রী শ্যামল কুমার রায়, সাবেক স্বাস্থ্য উপ-সচিব ও উপদেষ্টা শ্রী মলয় কুমার রায়, উপদেষ্টা শ্রী সুকুমার মুখার্জি (তিন কড়ি ঠাকুর), স্থানীয় বাসিন্দা ও বাজারের শুভাকাঙ্ক্ষী মোঃ মশিউর রহমান মানিক প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাজার কমিটির এই সভায় সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা লিপিবদ্ধ করে জেলা পরিষদের নির্বাহী বরাবর প্রেরণ করা হবে। সাথে সাথে এর অনুলিপি জেলা ও উপজেলার উর্ধতন কর্মকর্তা বরাবরও প্রদান করা হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *