রাজশাহীতে একদিনে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুজনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। দুজনের বাড়ি রাজশাহী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ১৪৬ জনের মৃত্যু হলো।

শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৮ জন। ছাড়পত্র পেয়েছেন ১০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন  ১২২ জন।

এর মধ্যে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১৫ জন, মেহেরপুর ও কুষ্টিয়ার দুজন করে এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি আছেন। জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার জেলার ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের করোনা পজিটিভ  হয়েছে। রাজশাহীতে সংক্রমণের হার ৫ দশমিক ৬১ শতাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *