১১ বার পেছাল শাহেন শাহ হত্যার রায়

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আবার পেছাল রাজশাহীর চাঞ্চল্যকর শাহীন আলম ওরফে শাহেন শাহ হত্যা মামলার রায়।

বৃহস্পতিবার রায় ঘোষণার দিন থাকলেও তা পিছিয়ে গেছে। এবার দিয়ে আলোচিত এ মামলার রায় ঘোষণা পেছাল ১১ বার। আগামী ২৮ অক্টোবর রায় ঘোষণার ১২তম তারিখ পড়েছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিহত শাহেন শাহের ছোট ভাই নাহিদ আকতার নাহান যুগান্তরকে বলেন, প্রতিবারের মতো বৃহস্পতিবারও আমরা এক বুক আশা নিয়ে আদালতে গিয়েছিলাম ন্যায়বিচারের আশায়। কিন্তু আবারও রায় ঘোষণার তারিখ এক মাস পিছিয়ে গেছে। আবারও রায় ঘোষণা পেছানোয় ন্যায়বিচার পাওয়া নিয়ে আমরা হতাশ।

বাদীপক্ষের আইনজীবী একরামুল হক-২ বলেন, এ নিয়ে আলোচিত হত্যা মামলাটির রায় ঘোষণার তারিখ ১১ বার পিছিয়েছে। এমনিতেই আসামিপক্ষ নানা কৌশলে মামলাটির বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এখন মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় আছে। আমরা আদালতে গিয়েছিলাম। তবে আদালত রায় ঘোষণা আরও এক মাস পিছিয়েছে। আগামী ২৮ অক্টোবর রায়ের নতুন তারিখ পড়েছে।

নিহত শাহেন শাহের স্ত্রী, সন্তান ও স্বজনরা প্রতিবারের মতো এদিনও আদালতে গিয়েছিলেন রায় পাওয়ার আশায়। হতাশা নিয়ে তারা ফিরেছেন।

আদালতসূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আগে মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছিল। কিন্তু নির্ধারিত ১৩৫ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় গত বছর মামলাটি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে ফিরে আসে।

২০২০ সালের ১১ নভেম্বর সাক্ষ্যগ্রহণ ও বাদী-আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর প্রথমবার, ২০২১ সালের ১৪ জানুয়ারি দ্বিতীয়বার, ১১ ফেব্রুয়ারি তৃতীয়বার, ৪ মার্চ চতুর্থবার, ৪ এপ্রিল পঞ্চমবার, ২৯ এপ্রিল ষষ্ঠবার, ৩১ মে সপ্তমবার, ২৪ জুন অষ্টমবার, ২৯ জুলাই নবমবার ও ২৯ আগস্ট দশমবার এবং সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ১১ বারের মতো রায় ঘোষণা পেছাল। আগামী ২৮ অক্টোবর রায় ঘোষণার নতুন তারিখ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষানবীস আইনজীবী শাহীন আলম ওরফে শাহেন শাহকে  (৩৪) নগরীর গুড়িপাড়ার ক্লাব মোড় এলাকায় নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে এলাকার একদল সন্ত্রাসী।

নিহতের ভাই যুবলীগ নেতা নাহিদ আকতার নাহান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। রাজপাড়া থানার এসআই মনিরুজ্জামান ২০১৩ সালের ২৭ ডিসেম্বর বিএনপি নেতা মনুসর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। সেই থেকে গত আট বছর ধরে মামলাটি আদালতে চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *