অবশেষে ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ফগার মেশিন চালালো রাসিক

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মশক নিধনে সর্বশেষ ২০১৫ সালে ফগার মেশিন চালিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরপর ‘পরিবেশের জন্য ক্ষতিকর’ যুক্তি দেখিয়ে এই মেশিন আর ব্যবহার করা হয়নি। অন্য উপায়েও নগরীতে মশা নিধন গতিহীন হয়ে পড়ে।

তবে সাম্প্রতিক সময়ে এডিস মশা থেকে ডেঙ্গু রোগের ঝুঁকি বেড়ে গেলে অবশেষে ফগার মেশিন চালু করেছে রাসিক। চার বছর পর শুক্রবার সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনের থেকে এ কার্যক্রম শুরু হয়। ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন নিজে উপস্হিত থেকে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে ফগার মেশিনের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় স্ল্যাব ড্রেনে মশকের ঔষধ প্রয়োগ করেন।

প্রথম দিন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড এবং পদ্মা নদীর ধারে মোট ছয়টি ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়েছে। শনিবার ১, ৪ এবং ১১ নম্বর ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *