মেয়র লিটনের সাথে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের সাক্ষাৎ

রাজশাহী
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান।
রোববার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাকে মিষ্টি খাওয়ান মেয়র মহোদয়।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাসেল জামানকে অভিনন্দন জানাচ্ছি। সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৯নং ওয়ার্ডেও রাস্তা, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও পাড়ায় মহল্লায় আরো উন্নয়নের প্রয়োজন হলে নবনির্বাচিত কাউন্সিরর চাহিদা দিলে সেসব উন্নয়নও করা হবে। ৯নং ওয়ার্ডের উন্নয়নে নতুন কাউন্সিলরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
মেয়র আরও বলেন, ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ্ মখদুম রূপোশ (র) দরগাহ শরীফের উন্নয়নে ইতোমধ্যে ২৫ কোটি টাকার প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। শিগগিরই মাজারের উন্নয়ন কাজ পুনরায় শুরু হবে।
সাক্ষাৎকালে ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রাসেল জামান নির্বাচিত হন। গত ২৪ জুলাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুজনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *