ধর্মীয় সম্প্রীতির উৎসব সবার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
ধর্ম যার-যার, উৎসব সবার। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দিবস পালনের জন্য সরকারি ভাবে ছুটি দেয়া হয়। যার কারণে সকল ধর্মের মানুষ উৎসব পালন করতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সূচনা করেছিলেন। পিতার আদর্শ ধারণ করে এ দেশের মাটি ও মানুষকে ভালো বেসে একের-পর এক উন্নয়ন করে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিন। যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
শুক্রবার (২৩-০৮-১৯) বাঘা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার নারায়নপুর সার্বজনীন দূর্গা মন্দিরে, ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এমপি। এসময় সনাতন ধর্ম অনুসারীদের শুভেচ্ছা জানিয়ে নারায়নপুর সার্বজনীন দূর্গা মন্দিরকে উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরে রুপান্তরিত করার প্রত্যয় ব্যাক্ত করেণ মন্ত্রী।

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ কমল পান্ডের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল ও হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুজিত কুমার বাকু ।

উপস্থিত ছিলেন, বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,হিন্দু সম্প্রদায়ের নেতা মনি মোহন পান্ডে , শিক্ষক রাম গোপাল সাহা, শ্রী মালতি রানী, অপুর্ব সাহা , আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান শহিদ ,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা প্রমুখ। পরে বর্ণাঢ্য একটি র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

s.b/ b

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *