জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগর ভবন চত্বরে উপস্থিতি ও কালো ব্যাজ ধারণ। এরপর নগর ভবন থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর মাজার পর্যন্ত শোক র‌্যালি ও মাজারে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে নগর ভবনের মসজিদে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম, সকাল ১১টায় নগর ভবনের সিটি হলরুমে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন, বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে দোয়া মাহফিল, বাদ জোহর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, দরগা মাদ্রাসা ও আল্লামা মিয়া মোহাম্মদ কাসেমী সাহেবের মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মধ্যাহ্ন আহার বিতরণ, বাদ জোহর সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা, নগর ভবনে বড় ২টি ড্রপ ডাউন ব্যানার এবং নগরীর গুরুত্বপূর্ণ ০৩টি মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ শোক সম্বলিত বড় ব্যানার টাঙানো এবং কালো পতাকা উত্তোলন, সন্ধ্যায় সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষীপুর মোড়, কোর্ট স্টেশন মোড়, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর ও ভদ্রা স্মৃতি অ¤øান চত্বরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি কর্পোরেশনের ৪০টি ওয়ার্ড কার্যালয়ে ব্যানার প্রদর্শন ও মাইকে পবিত্র কোরআন তেলাওয়াতসহ ভাষণ প্রচার করা হবে। কর্মসূচি সমূহে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *