লালপুরে চেয়ারম্যান পদে ৪১ সহ ৫৭৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোরঃ ৩য় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুর উপজেলার ১০ ইউনিয়নে  আওয়ামীলীগের ১০ জন দলীয় মনোনয়ন লাভকারীদের মাঝে নৌকা, ৩১ জন স্বতন্র চেয়ারম্যান প্রার্থী, ৪১৬ জন সাধারণ সদস্য ও ১২০ জন সংরক্ষিত নারী সদস্যদের মাঝে  প্রতীক বরাদ্দ করেছে রিটার্নিং কর্মকর্তারা।
চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলো ১নং লালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা), আ’লীগের বিদ্রোহী মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া), তায়েজ উদ্দিন (আনারস), জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বাদশা আলমগীর (ঢোল), এ টি এম জাহিদুল আলম (মোটরসাইকেল), ২নং ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম জয় (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ ( ঘোড়া) নজরুল ইসলাম (মোটরসাইকেল), এমরান হোসেন (আনারস)।
৩নং চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের রেজাউল করিম (নৌকা), বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল মামুন অরেঞ্জ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম বিল্লাহ (আনারস), ৪নং আড়বাব ইউনিয়ন আ’লীগের এমদাদ আলী (নৌকা), আ’লীগের বিদ্রোহী গোলাম মোস্তফা (আনারস), মোখলেছুর রহমান (ঘোড়া), সাইফুল ইসলাম (টেবিলফ্যান), আশরাফুল ইসলাম ঝন্টু (মোটরসাইকেল), জাসদ ইনু সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন (চশমা), খেলাফত আন্দোলন বাংলাদেশের আব্দুল মজিদ (হাতপাখা )।
৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন আ’লীগের পারভীন আক্তার বানু (নৌকা), আ’লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিন্টু (আনারস), আসলাম হোসেন (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া), ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আ’লীগের নুরুল ইসলাম লাভলু (নৌকা), আ’লীগের বিদ্রোহী আতাউর রহমান জার্জিস(ঘোড়া), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী  ইসমাইল হোসেন (মোটরসাইকেল), কাজী সামাদ (আনারস), আরকানুল ইসলাম দুলাল (চশমা), খেলাফত আন্দোলন বাংলাদেশের বেলাল সরকার (হাতপাখা)।
৭নং ওয়ালিয়া ইউনিয়ন আ’লীগের আনিছুর রহমান (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী নুরে আলম সিদ্দিকী (ঘোড়া), জয়নাল আবেদীন (আনারস), ৭নং দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের আব্দুল হান্নান (নৌকা), আ’লীগের বিদ্রোহী তোফাজ্জল হোসেন তোফা (আনারস), আজিজুর রহমান মক্কেল (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (ঘোড়া), কামাল উদ্দিন মুক্তার (রজনীগন্ধা)।
৯নং অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন আ’লীগের আব্দুস সাত্তার (নৌকা ), আওয়ামীলীগের বিদ্রোহী গোলাম মোস্তফা আসলাম (আনারস), ১০ নং কদিমচিলান ইউনিয়ন আ’লীগের সেলিম রেজা (নৌকা), আনছারুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছে।
অন্যদিকে সাধারণ সদস্য ৪শ১৬ জন ও সংরক্ষিত নারী ১শ২০জন সদস্যদের মাঝে ফুটবল, মোরগ, টিবয়েল, মই সহ বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *