বাঘায় কমিউনিটি পুলিশিং এর আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত

রাজশাহী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আইন শৃঙ্খলা রক্ষায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬-০৮-১৯) কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে বাঘা থানা প্রশাসন এর আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেণ, উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি ও সাবেক অধ্যাক্ষ এনামুল হাসান ঝন্টু।

বাঘা থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম বলেন, জনতাই পুলিশ,পুলিশই জনতা। এ লক্ষে জনগণ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধ প্রবনতা কমে আসবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের সমাজ থেকে মাদককে চিরতরে নির্মুল এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দমন সহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান ওসি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ আলী দেওয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওহাব, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাংবাদিক নুরুজ্জামান।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *