মোহনপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে পোষ্টারের উপর পোষ্টার সাঁটালো নৌকার কর্মীরা

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২নং ঘাসিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় দখল ও পোষ্টার ছেড়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের কর্মী একরামুল হক বিজয়ের নেতৃত্বে ২১শে নভেম্বর রোববার সকাল ১০ টার দিকে ঘাসিগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুলের আনারস প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলেন এবং নির্বাচনী কাযালয়ে দখল করে আনারস মার্কা প্রতীকের উপরে নৌকার প্রতীক দড়ি দিয়ে টাঙ্গিয়ে দেয় এবং সেই সাথে আনারস প্রতীকে নির্বাচনী প্রচার-প্রচারনা বন্ধ এবং সাধারন ভোটার ও কর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য হুমকিসহ অশ্লীনভাষায় গালমন্দ করেছেন।

উপজেলা রিটানিং কর্মকর্তা জয়নুল আবেদীন এর সাথে যোগযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *