জিআইজেডের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
জিআইজেডের উদ্যোগে ‘হাউ মে আই হেলপ ইউ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে নগরীর চেজ রাজ্জাক রেস্টুরেন্ট কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনকালে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এ সেবা অতি দ্রুততম সময়ে সরাসরি নাগরিকদের পৌঁছে দেবার নানা উদ্যোগ গ্রহণ করছে এ প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি পেয়েছে। এ সেন্টারের মাধ্যমে নাগরিক সন্তষ্টি অর্জনে ভূমিকা রাখছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার দায়িত্বপ্রাপ্তদের গুণগত সেবা প্রদানে সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। এ ধরণের আয়োজনে জিআইজেড কতৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে চলেছেন। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। রাসিকের সকল কর্মকর্তা-কর্মচারীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামীতে রাসিকের সকল কার্যক্রম ই-সার্ভিস, ই-ফাইলিংয়ে করার পরিকল্পনা রয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন। জিআইজেড আরইউআইডি প্রকল্পের এ্যাডভাইজার শবনম খানমের সঞ্চালনায় কর্মশালায় অংশ গ্রহণ করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, সহঃ প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুলসহ ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের দায়িত্বে নিয়োজিত কর্মচারীবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *