নাটোরে বিএনপির কর্মসূচিতে হামলা: রাজশাহী মহানগর যুবদলের নিন্দা ও প্রতিবাদ

রাজশাহী

স্টাফ রিপোর্টার: গত ২২ শে নভেম্বর সোমবার, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ‌ বিনা উস্কানিতে হামলা করে বিএনপি সহ যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে অর্ধশতাধিক নেতাকর্মীদের আহত করে। হামলায় ক্ষান্ত না হয়ে রাত ও দিনব্যাপী অসংখ্য নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় এবং মিথ্যা মামলা দায়ের করা হয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে এরূপ কাপুরুষোচিত অতর্কিত হামলা শাসকগোষ্ঠীর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন-পীড়নের নিকৃষ্ট উদাহরণ।

শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি পেটোয়া বাহিনীর এরূপ আচরণ, হামলা-মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি সহ মহানগর যুবদল এবং মহানগর যুবদলের আওতাধীন সকল থানা ইউনিটের নেতাকর্মীবৃন্দ। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছে রাজশাহী মহানগর যুবদল।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *