রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে গাজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে একজন মাদকসেবীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত মহিলার নাম বেবী (৪০)। তার স্বামীর নাম মোঃ হাসান।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জানান, গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় রাজশাহীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া এলাকায় রেল লাইনের ধারে বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এক মাদকসেবীকে আটক করে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৫০০ গ্রাম গাঁজা ও নগদ এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে মাদক ব্যবসায়ী পলাতক জুয়েলের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়। জনস্বার্থে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক পারভীন আক্তার, উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবিরসহ রাজপাড়া থানা পুলিশ ও সংশ্লিষ্টরা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *