রাকাব-এর শীর্ষ খেলাপী ঋণগ্রহিতাদের সাথে ঋণ আদায় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: ০২ ডিসেম্বর ২০২১ তারিখ বেলা ১১:০০টায় বিভাগীয় কমিশনারের কার্যলয় রাজশাহী এর সম্মেলন কক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর শীর্ষ খেলাপী ঋণগ্রহিতাদের সাথে ঋণ আদায় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোঃ হুমায়ুন কবীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান। এছাড়াও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস; ঋণ আদায় বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মোসাদ্দেক হোসেন; ঋণ আদায় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন; ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম; স্থানীয় মুখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল আলম; রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট জোনাল ব্যবস্থাপকগণসহ বেশ কয়েকজন শীর্ষ খেলাপী ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন।

অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ড. মোঃ হুমায়ুন কবীর ঋণ গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন এবং ঋণের অর্থ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও রাকাব-এর নীতিমালাসমূহ যথাযথভাবে অনুসরণ করে ঋণ পরিশোধের সর্বোচ্চ সুযোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন। তিনি উপস্থিত জোনাল ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণের মাধ্যমে ঋণ গ্রহীতাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার এবং তাদেরকে সুপরামর্শ প্রদানের আহŸান জানান। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ খেলাপী ঋণ আদায়ের বিষয়ে বেশকিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। ঋণগ্রহীতাদের সাথে মতবিনিময়ন্তে তাৎক্ষণিকভাবে কিছু ঋণ আদায় করা হয় এবং আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য বিজয় মেলায় ঋণ আদায়ের প্রতিশ্রæতি পাওয়া যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *