মোহনপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। কমলা রঙের বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২১ রাজশাহীর মোহনপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

উপজেলা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মোছাঃ রোজিনা আক্তার (অফিসার সেলপ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সানওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা রোকমতজামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সানজিদা রহমান রিক্তা। জয়িতা দিলরুবা, লিমা, আকলিমা খালেদা ও রওশন আরা। সকলে বিভিন্ন পল্লী সমাজের নেত্রী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লীসমাজ সংগঠন, ভুক্তভোগী, শিক্ষক-শিক্ষার্থী সহ জয়িতারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরির ৫ জন নির্বাচিত জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *