গোদাগাড়ীতে আদিবাসী ও দলিত বিষয়ক এ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আদিবাসী ও দলিত বিষয়ে এ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, গোগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক সুসেন শ্যানাল, জেলা আদিবাসী ও দলিত বিষয়ক এ্যাডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, গোদাগাড়ী জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবিন্দ্রনাথ হেমরম, গোদাগাড়ী এ্যাডভোকেসি কমিটির সভাপতি আলমগরী কবির তোতা, সাধারণ সম্পাদক নবদিপ লাকড়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমেদ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন এনএনএমসি ফাউন্ডেশন, রংপুর এ্যাডভোকেসি অফিসার শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের নেতারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উন্নয়নের দাবি তুলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *